শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ গোড়াই-সখিপুর সড়কের তক্তারচালা (মাজম বাজার) এলাকায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হলে রাজন(১৫) নামে একজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে।
আজ শনিবার (২৮ জুন) বিকাল ৫:৫০ মিনিটে এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া মির্জাপুর উপজেলার গোড়াই সোহাগপুর গন্ধব্যপাড়ার মোঃ মজিদ মিয়ার ছেলে।
তার বন্ধু সুশান্ত বলেন, নিহত রাজন মিয়া মা ফাতেমা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির একজন শিক্ষার্থী।তার মামার বাড়ি বাশতৈল। বন্ধুরা মিলে বাসাইল বাসুলিয়া ঘুরতে যাওয়ার সময় এমন লোমহর্ষক দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য টাংগাইল পাঠানো হয়েছে।