নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২,র সদস্যরা।
সিরাজগঞ্জ র্যাব ১২ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (২৯জুন) রাত ১:৫৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশেরকাঁচা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় হলেন, মোঃ মামুন দুলাল (৩৪), পিতা- মৃত নৈমুদ্দিন, মাতা- মোছাঃ আনোয়ারা বেগম ও শ্রী সুমন কর্মকার (৩৫), পিতা- মৃত বিজয় কর্মকার, মাতা- মৃত শোভা রানী, উভয়ের সাং- মহিষালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী। সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি। রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যম কর্মীদের
এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।