নিজেস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিরাজগঞ্জ এর একটি বিশেষ অভিযানে যমুনা সেতু পশ্চিম থানা এলাকার নলকা ব্রিজ মহাসড়ক থেকে ১৬ কেজি গাঁজাসহ মোরশেদ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোরশেদ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের বাসিন্দা।
র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, শনিবার (২৯ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদককারবারি মোরশেদ আলমকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে মোরশেদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। পরবর্তিতে তার বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।