শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থানার বাশতৈল বংশীনগর এলাকার ফজল হক (৫৫) হত্যা মামলার এজাহার নামীয় আসামী আনোয়ার হোসেন (৪২) ও সজিব (২০) নামের দুজনকে গ্রেফতার করেছে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র্যাব-১০, ঢাকা
মামলার এজাহারসূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল ২০২৫ খ্রি.(রবিবার) সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় বিবাদীগণ মির্জাপুর থানাধীন বংশীনগর গ্রামের ভিকটিমের বাড়ীর পাশে বিরোধীয় একটি জমি দখল করতে গেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন বাঁধা নিষেধ করে। এতে বিবাদীগণ দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম ফজল হক (৫৫) কে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারপিঠ করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে ভিকটিম ফজল হক (৫৫) কে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম আক্তার (৩৮) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩০, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সদর কোম্পানি, র্যাব-১০, ঢাকা‘র একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ জুলাই ২০২৫ খ্রি. অনুমান ১৩:০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতা- মৃত সিরাজ ইসলাম, ২। সজিব (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, উভয় সাং- হাতিবান্ধা, থানা- মির্জাপুর, জেলা- টাঙ্গাইল দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো।