শাহজালাল মিয়া, সখিপুর ( টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের সখিপুর যাদবপুর ইউনিয়নের নলুয়াতে ইতালি প্রবাসী ফিরুজ আল মামুনের বাসায় আজ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫ ইং) সকাল ১১ ঘটিকার সময় বাসার দরজার তালা ভেঙ্গে নিচতলা ও দোতলার রুম থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
সরজমিনে জানা যায় ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৭ হাজার টাকা চুরি হয়েছে। বাসাটি সিসিটিভি দ্বারা সুরক্ষিত ছিল। বাসা বাড়ির মালিক পক্ষ সিসি টিভি ফুটেজ থানায় হস্তান্তর করেছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়া। এলাকায় দিনদিন চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সকল নাগরিকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।