ইকবাল হোসেন মামুন- সিলেট:-
সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষ বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গণসংযোগে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী দলে দলে অংশ নেন গোলাপগঞ্জ এমসি মাঠে। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
এসময় এমরান আহমদ চৌধুরী বলেন,
"গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি মাঠে আছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো।"
তিনি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয়দের মতে, এটি ছিল গোলাপগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ ও প্রভাববিস্তারী রাজনৈতিক গণসংযোগ, যা বিএনপির সাংগঠনিক শক্তির প্রমাণ রাখে।