আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে এক বিশাল শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশটি মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে ও মোঃ ইদ্রিস আলী মাস্টারের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের অংশ গ্রহণের মাধ্যমে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং গণমানুষের প্রিয় নেতা ও জেলা আমির আলী আজম মোঃ আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক ও শিক্ষাবিদগণ। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং নৈতিক শিক্ষা বিস্তারে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
শান্তিপূর্ণ আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাব্যবস্থার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।এছাড়াও উক্ত সমাবেশ ও আলোচনা সভায় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াকর্ম, ডিএসবি, সরকারি বেসরকারি গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।