আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে সন্দ্বীপে বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পরিদর্শনবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মহা অষ্টমীর দিন তারা হারামিয়া রশিক কবিরাজের বাড়ি, মগধারা সার্বজনীন পূজা মণ্ডপ, উত্তর মগধারা সার্বজনীন দুর্গা মন্দির, সার্বজনীন শ্রী শ্রী বীরেশ্বরী কালী বাড়ি, জোগমায়া কালী বাড়ি, আনন্দ ধাম কালী বাড়ি, সত্য নারায়ণ ধাম, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির, শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির, সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় ও জগন্নাথ দেবালয় আখড়া বাড়ি সহ বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের পাশাপাশি স্থানীয় নানা সমস্যা-সুবিধা নিয়ে আলোচনা হয়। পরে পূজারীদের হাতে উপহার সামগ্রীও তুলে দেন বিএনপি নেতারা।
পূজা মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সনাতন ধর্মাবলম্বীরা এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।