
মোহন আলী, স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের সুস্থ হয়ে কর্মীদের মাঝে ফিরে আসা উপলক্ষে শুকরিয়া আদায় ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়। তবে এ দোয়া অনুষ্ঠান শেষ পর্যন্ত এক বিশাল জনসভায় রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর–ভেড়ামারা (কুষ্টিয়া–২) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তহিদুল ইসলাম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি, মিরপুর উপজেলা বিএনপি
বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ, সভাপতি, ভেড়ামারা পৌর বিএনপি
মোঃ আব্দুর রশিদ, সভাপতি, মিরপুর পৌর বিএনপি
এনামুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি
মোঃ ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক, মিরপুর পৌর বিএনপি
মোঃ আজাদুর রহমান আজাদ, সাবেক সদস্য সচিব, মিরপুর পৌর বিএনপি
সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান।
বক্তব্যে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। একটি মহল প্রহসনের নির্বাচন চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতে চাইছে। আমরা এ ষড়যন্ত্র সফল হতে দেব না। জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে দোয়া অনুষ্ঠানকে প্রাণবন্ত জনসভায় রূপ দেন।