
হরিণাকুন্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ২৭টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ অক্টোবর) গভীর রাত ১টা ৪৫ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বি এম তারিক-উজ-জামান ও হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল হাওলাদার শহিদ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
প্রতিটি মণ্ডপে গিয়ে তারা নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন—কোথাও দায়িত্ব পালনে অবহেলা হচ্ছে কি না, কিংবা জরুরি কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা তা খতিয়ে দেখেন। ইউএনও ও ওসির এই আন্তরিকতা ও তদারকিতে সনাতন ধর্মাবলম্বীরা স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “উপজেলা প্রশাসনই আমাদের পূজা মণ্ডপের প্রকৃত অভিভাবক।”
জোড়াদহ ইউনিয়ন ও জটারখালি বাজার সংলগ্ন পূজা মণ্ডপে সফরকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি মোঃ লালটু মোল্লা, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ইউএনও জানান,
“হরিণাকুন্ডুতে ২৭টি শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো অশান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আমরা সর্বদা নজরদারিতে আছি।”
উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে উপজেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। যেকোনো প্রয়োজনে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন। ফলে এবার পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পূজার আয়োজক ও ভক্তরা।
ইউএনও মোঃ বি এম তারিক-উজ-জামান বলেন,
“শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাকে সবসময় সহযোগিতা করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল হাওলাদার শহিদ, জোড়াদহ ক্যাম্প ইনচার্জ মোঃ নুহু নবী, এএসআই আসাদ, এএসআই মুরাদ ও পুলিশ সদস্যবৃন্দ। পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইয়েরাও সহযোগিতা করেছেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
হরিণাকুন্ডু উপজেলাজুড়ে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতায় এবারের ২৭টি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।