
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিরীহ কৃষক নুর মোহাম্মদ পরিবারসহ ভূমি দস্যু ইসমাইল আমিনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নুর মোহাম্মদ জানান, প্রায় ১৬-১৭ বছর আগে শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে তিনটি দলিলের মাধ্যমে মোট ৪১ শতক (২৪+১০+৭ শতক) জমি ক্রয় করে তিনি ওই স্থানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।
তিনি আরও জানান, বাড়িতে প্রবেশের জন্য কোনো রাস্তা না থাকায় তার সন্তানদের স্কুল-মাদ্রাসায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় নিজ ক্রয়কৃত জমির অংশে রাস্তা নির্মাণ করতে গেলে ভূমিদস্যু ইসমাইল আমিন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালায়।
নুর মোহাম্মদ অভিযোগ করেন, ইসমাইল আমিন একটি ভুয়া দলিল তৈরি করে তার ক্রয়কৃত জমিতে মালিকানা দাবি করেন, যা সম্পূর্ণ বেআইনি। পরবর্তীতে এলাকায় সালিশ বৈঠক হলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জমির কাগজপত্র যাচাই করে নুর মোহাম্মদের পক্ষে মৌখিক রায় দেন।
তবে রায়ের পর পুনরায় রাস্তার কাজ শুরু করলে ইসমাইল আমিন আবারও সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পরিবারের উপর হামলা চালায়।
নিরুপায় নুর মোহাম্মদ বলেন,
“আমি একজন সাধারণ কৃষক। বহু কষ্টে এই জমি কিনেছি। এখন সেটাতেই শান্তিতে থাকতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ—এই ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
স্থানীয় এলাকাবাসীও নুর মোহাম্মদের দাবির সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।