
মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল, বিশেষ সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজা উপলক্ষে মামা বাড়ি বেড়াতে এসে অতিরিক্ত মদপানে প্রাণ গেল নন্দিনী রানি সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর। রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দিনী রানি সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপূজার সপ্তমীতে তিনি নানার বাড়ি শৈলকুপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে বেড়াতে আসেন।
পরিবারের সদস্যরা জানান, দশমীর দিনে বান্ধবীদের সঙ্গে পূজা উপলক্ষে ঘুরতে গিয়ে নন্দিনী মদপান করেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে ছাড়পত্র দেওয়া হলেও আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে ভর্তি অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
নন্দিনীর বড় কাকা গণেশ চন্দ্র সরকার বলেন, “চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদপানের কারণেই নন্দিনীর মৃত্যু হয়েছে। আমার ভাতিজি অনেক মেধাবী ছিল। তাকে হারিয়ে আমরা গভীর শোকে ভেঙে পড়েছি।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, “ঘটনাটি সম্পর্কে শুনেছি। তবে এখনো বিস্তারিত তথ্য পাইনি এবং থানায় কোনো অভিযোগও দায়ের হয়নি।”
এই ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।