ধামরাই(মানিকগঞ্জ)প্রতিনধি:ঢাকা জেলার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম ও যুবলীগ নেতা আহাদ নূর।
সেনা সূত্র জানায়, সোমবার ( ৬ অক্টোবর ) রাত সাড়ে ১০টার দিকে সাভার সেনানিবাস সংলগ্ন নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিওএইচএস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল।অভিযানে নবীনগরের ডিওএইচএস একটি স্থাপনা থেকে মোহাদ্দেস হোসেন সহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ভারতীয় পাসপোর্ট, নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা ও ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১ টি বাটন মোবাইল ফোন।
পরে আটককৃত ব্যক্তিদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়। সেনা সূত্রে আরও জানায় আটককৃত ৫ জনই ৫ আগস্ট ছাত্র - জনতা হত্যা-মামলার আসামি।