মোঃ আশরাফুল ইসলাম বিশেষ সংবাদদাতা ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৮ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে তদারকি মূলক এ অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে জনতা কেক ঘর অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।
তিনি বলেন, “কালীগঞ্জ শহরে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযান চলাকালে কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক নিশাত মেহের আরও জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।