
আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ৭ জন রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকালে দুকুম সিদরা এলাকার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে প্রবাসীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসীরা।
নিহতদের পরিচয় পাওয়া গেছে—
১. আলাআমিন (মগধারা)
২. মো. রকি, পিতা ইব্রাহিম মিস্ত্রি
৩. আরজু, পিতা শহিদুল্লাহ
৪. বাবলু
৫. সাহাবুদ্দিন
৬. জুয়েল (মাইটভাঙ্গা)
৭. রনি (রহমতপুর)
বর্তমানে নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মরদেহগুলো দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, এ দুর্ঘটনার খবরে সন্দ্বীপে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনগণ ও প্রবাসী সংগঠনের নেতারা।