
আশরাফুল ইসলাম আসাদ মন্ডল
বিশেষ সংবাদদাতা, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বেচ্ছাসেবকদল নেতার হাতে বেদড়ক প্রহৃত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার একটি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিদ্যালয় ছুটির পর শিক্ষক বাড়ি ফেরার পথে স্থানীয় স্বেচ্ছাসেবকদল নেতার সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই নেতা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। এতে শিক্ষক গুরুতর আহত হন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”