ইকবাল হোসেন মামুন , সিলেট:
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
০৮ অক্টোবর ২০২৫ ইং বুধবার বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট।
অভিযানে তিস্তা লাইভ বেকারী-কে পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ব্যতীত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ফুলবাড়ি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানকে মোড়কজাত নিবন্ধন সনদ ও গুণগত মান সনদ ছাড়াই ব্রেড, বিস্কুট, কেক ও চানাচুর উৎপাদন এবং অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের অপরাধে ‘বিএসটিআই আইন ২০১৮’ অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের টিম, স্থানীয় বাজার কমিটির সদস্যবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।