
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ
(চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে।
সারাদেশের মতো বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু সেখানে স্থানীয় কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস কেবলমাত্র পল্লী চিকিৎসক মোজাম্মেল হোসেনকে সম্মেলনে আমন্ত্রণ জানান। অথচ সন্দ্বীপের সক্রিয় সাংবাদিক সংগঠনগুলো—সন্দ্বীপ প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা (সন্দ্বীপ), রিপোর্টার্স ক্লাব, ও বাংলাদেশ সাংবাদিক পরিষদ (সন্দ্বীপ শাখা)—এর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি স্বতন্ত্রভাবে কাজ করা অনেক সাংবাদিককেও অনুষ্ঠানটির বিষয়ে অবহিত করা হয়নি।
স্থানীয় সাংবাদিকদের দাবি, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই ইভেন্টে গণমাধ্যমের সম্পৃক্ততা থাকা অত্যন্ত প্রয়োজন ছিল। কিন্তু ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে, যা "অপেশাদার আচরণ" এবং "দুর্ভাগ্যজনক" বলেই মন্তব্য করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।