
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেধাবী ছাত্রী তৃষা খন্দকার এখন ঢাকায় উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে চলেছেন। বিজ্ঞানচর্চা ও নতুন কিছু আবিষ্কারের আগ্রহ থেকেই তিনি সম্প্রতি রাসায়নিক গবেষণায় যুক্ত হয়েছেন।
বর্তমানে তৃষা ঢাকা লালমাটিয়া সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি কলেজের ল্যাবে তিনি পটাসিয়াম ফেরোসায়ানাইড (K₄[Fe(CN)₆]) যৌগ নিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার উপর গবেষণা শুরু করেছেন। এই গবেষণার মাধ্যমে যৌগটির ভৌত ও রাসায়নিক গুণাবলি বিশ্লেষণ করে শিল্প ও কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রয়োগ নিয়ে কাজ করছেন তিনি।
এর আগে তৃষা ঢাকা বঙ্গবন্ধু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ এবং ঢাকা নাহারা একাডেমি থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫.০০ অর্জন করেন। প্রাথমিক সমাপনী পরীক্ষাতেও তিনি জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
ছোটবেলা থেকেই বিজ্ঞানভিত্তিক গবেষণা, কৃষি ও উদ্ভিদবিজ্ঞানে তার গভীর আগ্রহ ছিল। তৃষা বলেন,
“বিজ্ঞানের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব — তাই আমি গবেষণার মাধ্যমে সমাজে অবদান রাখতে চাই।”
তৃষার বাবা-মা জানান, সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়ের পড়াশোনা ও গবেষণার আগ্রহে তারা সবসময় পাশে থেকেছেন।
স্থানীয় শিক্ষক ও সহপাঠীরা মনে করেন, তৃষা খন্দকার একদিন তার গবেষণা ও মেধার মাধ্যমে দেশের গৌরব বৃদ্ধি করবেন এবং তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন।