প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৮:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৩:০৫ পি.এম
মহম্মদপুরের ধোয়াইল মার্কাস মসজিদের ইমাম ও দ্বীন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

- মাগুরা জেলা প্রতিনিধি:মহম্মদপুর উপজেলার ধোয়াইল মার্কায় আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মসজিদের ইমাম ও দ্বীনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় মুসল্লিগণসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি বলেন, “দ্বীন ও সমাজ উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলেই আমাদের সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত।”
সভায় বক্তারা দ্বীনের আলোয় সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক আমাদের স্বদেশ. All rights reserved.