ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সদর থানাধীন শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক ১ নম্বর আসামি মোঃ ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-১২। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

র্যাব জানায়, আসামি ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্যক্ত করে আসছিল। গত ৩১ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে সুযোগ বুঝে সে মানসিক প্রতিবন্ধী ভিকটিমকে ফুসলিয়ে নিজ বসতবাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম বিষয়টি তার মাকে জানায় এবং এ ঘটনায় ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং–১, তারিখ–০১/০৯/২০২৫)। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। র্যাব-১২ এর অধিনায়কের নির্দেশনায় ১৬ অক্টোবর ২০২৫ রাত ১০টা ৫ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯), পিতা মোঃ বাদশা শেখ, গ্রাম মীরের দেউলমুড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।