মাগুরা প্রতিনিধি:মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া বিএনপির মোড় থেকে চরপাড়া পর্যন্ত নতুন পাকা সড়কের উদ্বোধন করেন,মোঃ মোয়াজ্জেম হোসেন
চেইনেজ ০.০০-৩২৫০.০০ মিটার পর্যন্ত এই সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সাবেক সহকারী একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, এ সড়কটি নতুন সড়ক হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে এবং যাতায়াত ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন।