মো: আমজাদ হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত তোরাবগঞ্জ আজাদিয়া হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান ওয়ায়েজ হিসাবে বয়ান করেন বাংলাদেশের জনপ্রিয় ও আলোচিত ইসলামিক বক্তা হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ (২৬ ইঞ্চি)।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওলানা নুরউদ্দিন আমানতপুরী, হযরত মাওলানা ইব্রাহিম শামীম সাহেব, ও হযরত মাওলানা আজাদ উদ্দিন সাহেব।
মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নুর নবী সাহেব।
এসময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত থেকে তাফসীর শ্রবণ করেন এবং মাহফিল সফলভাবে সম্পন্ন হয়।