থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচিতে "শিশুরা নিরাপদ, আমাদের শপথ" শিরোনামের বিএনকেএস আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে।
সোমবার বিকেলে মিনি স্টেডিয়ামের শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিএনকেএস আয়োজনে, একশন এ্যাইড বাংলাদেশ অর্থায়নে, নাটিকা, মেয়েদের ফুটবল প্রতিযোগিতা, মোরগ লড়াই, হাঁড়ি ভাঙা খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা এস আই মোঃ রুহুল আমিন, বিএনকেএস প্রোগ্রাম ম্যানেজার উবা রেখাইন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, বিএনকেএস এনজিও ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, বিএনকেএস এনজিও মংক্য ওয়াং মারমা প্রমুখ।

ফুটবল প্রতিযোগিতায় নাফাখুম নারী দলকে হারিয়ে তমা তঙ্গী নারী দল বিজয় অর্জন করে। অন্যান্য খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদের পুরুস্কার বিতরণ করা হয়।