ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে—সামাজিক মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন দাবি ‘পুরোপুরি সঠিক নয়’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করেছে। এটি ছিল ভারতীয় ঋণে টাগবোট (জাহাজ টানার নৌযান) কেনার চুক্তি। এছাড়া আরও কিছু প্রকল্প ও চুক্তি পর্যালোচনার আওতায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং বাকিগুলোও বিবেচনাধীন।
পোস্টে চুক্তিগুলোর নামও উল্লেখ করে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।”
তবে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ পর্যন্ত শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে, বাকিগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে আছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে অন্যান্য চুক্তিও পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।