শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:সখিপুরের হতেয়া কলেজ মাঠে বুধবার (২২ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় এক জাঁকজমকপূর্ণ ফাইনাল ফুটবল খেলা। খেলা উপভোগে মাঠে নামে দর্শকের ঢল, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনালে মুখোমুখি হয় ফুলবাড়িয়া ফুটবল একাদশ ও সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব। নির্ধারিত সময়ে ফুলবাড়িয়া ফুটবল একাদশ ২–১ গোলে জয় লাভ করে। ফুলবাড়িয়া দলের পক্ষে ২ টি গোল করেন মেরাজ ও সিঙ্গাপুর ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন টাঙ্গাইলের গোল মেশিন মারুফ।
খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন, চেয়ারম্যান ফয়সাল ওভারসিজ। সভাপতিত্ব করেন খোরশেদ আলম মাস্টার সাবেক সভাপতি সখিপুর উপজেলা বিএনপি। প্রধান অতিথি বলেন, এমন ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন রেফারি টাইগার নজরুল ইসলাম। অপর দুই সহকারি হলেন মাসুদ ভূইয়া ও মহিউদ্দিন।
খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান দুলাল জানান, হতেয়া কলেজ মাঠে ৫০ হাজারের অধিক লোকের আগমন ঘটেছে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোঃ হুমায়ুন খান চেয়ারম্যান ৯ নং হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ।