
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“কৃষি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সরকার সর্বস্তরের কৃষকদের পাশে রয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্মত বীজ ও সারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে উপজেলার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকার শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সারাদেশব্যাপী বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।