গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সংঘটিত ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বাদ আছর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা কামরুল ইসলাম খান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মো. সাইফুল ইসলাম, বরিশাল ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো. বাইজিদ শরীফ, পৌর আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা সেক্রেটারি রুহুল আমিন সবুজ।
বক্তারা বলেন, তাদের দাবি অনুযায়ী, ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত সহিংসতায় কয়েকজন কর্মী নিহত হন, যা দেশের রাজনীতিতে একটি বেদনাদায়ক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।