আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি
সন্দ্বীপে পল্টন ট্রাজেডি স্মরণে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ ও নিহতদের স্মরণে চট্টগ্রামে এর সন্দ্বীপে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা এ.এম.এম. রফিকুল মাওলা এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা এ.এস.এম. হালিম উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান,
যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,
ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল মাওলা শরিফ,
এবং ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা অর্থ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “২৮ অক্টোবরের ঘটনা কেবল কয়েকজন মানুষের প্রাণহানি নয়; এটি জাতির বিবেককে নাড়িয়ে দেওয়া একটি অধ্যায়। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।”
অনুষ্ঠান শেষে সহিংসতায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।