লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বসতবাড়িতে গৃহবধূ ও তার সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত ১ নভেম্বর দিবাগত রাতে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪নং ওয়ার্ডের করোইতলা বাজার সংলগ্ন মালেক ব্যাপারীর সমাজে।
জানা গেছে, ওই রাতে প্রায় ৮ থেকে ১০ জন মুখোশধারী ডাকাত দলে ডাঃ জাকির হোসেনের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও দুই সন্তানকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে। এসময় ডাকাতরা স্বর্ণালংকার (এক থেকে দেড় ভরি), মোবাইল ফোন, নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী রেশমা আক্তার জানান, “রাত আনুমানিক ২টা ৩০ থেকে ৩টার মধ্যে ডাকাতরা হঠাৎ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। আমি আমার ১৫ বছরের মেয়ে আর ছেলেকে নিয়ে বাসায় একা থাকি। আমার স্বামী ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। এখন সন্তানদের নিরাপত্তা নিয়ে আমি ভীষণ উদ্বিগ্ন। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার ও নিরাপত্তা চাই।”
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উদ্যোগের দাবি জানান।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,“সমাজে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে, অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।