বরিশাল জেলা প্রতিনিধি:
অনলাইনভিত্তিক আধুনিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় নিউজ পোর্টাল গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (৫ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সূচনালগ্ন থেকেই গৌরনদী ও দক্ষিণাঞ্চলের সর্বশেষ সংবাদ দ্রুততম সময়ে পাঠকের কাছে পৌঁছে দিয়ে পোর্টালটি আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
দিবসটি উপলক্ষে সকালে গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এতে পোর্টালের সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদক, ফটোগ্রাফার, প্রযুক্তি টিম, পাঠক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সভায় তিনি বলেন,গৌরনদী টুয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু হয়েছিল সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষ্য নিয়ে। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি—জনমতের কথা, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা—সব বিষয়ের নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানী সাংবাদিকতার ধারায় আমরা অটল থাকব। পাঠকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।”
দিনব্যাপী এ আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানের শেষে কেক কাটা ও মিলনমেলার মধ্য দিয়ে শেষ হয় গৌরনদী টুয়েন্টিফোর ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।