
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় থানচি উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানচি বাজার ট্রেড সেন্টার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রয় মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো।
বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সেনা ও জনতার মিলিত বিপ্লবে জাতীয় সংহতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। বিএনপি দেশপ্রেমিক শক্তির প্রতীক—এই চেতনায় অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এন্দ্রিজয় ত্রিপুরা এবং বিশেষ বক্তব্য দেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জোওয়াইপ্রু মারমা জয়।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আত্মোৎসর্গকারীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।