
আশরাফুল ইসলাম আসাদ মন্ডল বিশেষ প্রতিনিধি ঝিনাইদাহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার ও অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়,
শনিবার (৮ নভেম্বর ২০২৫) আনুমানিক দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের পাশে মোঃ মনিরের আমবাগানের ভেতর হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিন সকাল ৭টার দিকে, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ সালাম হোসেনের ভুট্টাক্ষেতে হাবিলদার মোঃ সাইফুর ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। পুরুষের নাম দীপংকর কুমার সরকার (৩৩), পিতা— হরেন্দ্রনাথ সরকার, গ্রাম— হোসেনপুর, থানা— আশাশুনি, জেলা— সাতক্ষীরা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।