
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর ২ আসনের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পালিত হলো "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস"। দিবসটি পালনের কর্মসূচি হিসেবে পিরোজপুর ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে ও সমর্থনে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি ৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে স্বরুপকাঠি পৌর এলাকা সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী আলোচনা সভায় উল্লেখযোগ্য বক্তব্য রাখেন - নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ইমাম উদ্দিন তালুকদার, নেছারাবাদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমিনুল ইসলাম মিজান,
পৌর কাউন্সিলর, মালেক মিয়া মামুন সরদার প্রমুখ।
ইমাম উদ্দিন তালুকদার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা নেছারাবাদ বিএনপি সবসময় দলের হয়ে ধানের শীষের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত ও জোড়ালো ভাবে সুসংগঠিত হয়ে কাজ করে যাচ্ছি। জননেতা জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে আমরা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ধানের শীষের পক্ষে বিগত দিনে দলীয় কার্যক্রম পরিচালনার করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।
ইমাম তালুকদার আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের নেতা জনাব মাহমুদ হোসেনকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পর দেশনায়ক তারেক রহমান যাচাই বাছাই করে আমাদের জননেতা জনাব মাহমুদ হোসেনকে মুল্যায়ন করবেন এবং চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করবেন। তবে দেশনেত্রী ও মা সমতুল্য বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যাকেই চুড়ান্ত মনোনয়ন দেবেন তার সাথেই আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে দেশকে একটি বহুদলীয় গনতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ।