
মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরে গভীর রাতে জেলা ছাত্রলীগ ও ছাত্রদলের দুটি পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়, যা কেশবমোড়ের দিকে অগ্রসর হয়।
এ ঘটনার পরপরই রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে সাবেক জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের সবুজের নেতৃত্বে ছাত্রদলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
দুটি মিছিল পৃথকভাবে অনুষ্ঠিত হলেও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা বিরাজ করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বর্তমানে মাগুরা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।