
আশরাফুল ইসলাম আসাদ মন্ডলঃ খুলনা বিভাগীয় সংবাদদাতাঃঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ০৯ নভেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিলা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫১/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের মোঃ হাসান আলীর ড্রাগন বাগানের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করা হয়।
নায়েক মোঃ আঃ মজিদ মোল্লা-এর নেতৃত্বে পরিচালিত ওই মাদকবিরোধী অভিযানে আসামীবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ ও ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।