আলামিন মাগুরা প্রতিনিধি:
ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “সাকসেস ওয়েভ” (Success Wave) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইলিয়াসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অফিসের উপসমন্বয়কারী কেবিডি. মো. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক মো. আরব আলী, প্রধান প্রশিক্ষক হিমেল মাহবুব, এবং সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।
বক্তারা বলেন, তরুণ সমাজকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষক, স্থানীয় ফ্রিল্যান্সার ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।