আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টনের সমর্থনে এক জনসভা সোমবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মদের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূইয়া মিল্টন।
সভায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউছার আহম্মেদ চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন ও সাইফুর রহমান শামীম, উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির বাহার, সাধারণ সম্পাদক, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুপ মেম্বার, দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম মেম্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান শাহরিয়ার সজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজিব পৌরসভা ৯ নং ওয়ার্ড। এর সাবেক কমিশনার নাছির উদ্দীন প্রমুখ।
জনসভায় বিকেল থেকেই সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে হারামিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সমবেত হন।
প্রধান অতিথি মিল্টন বলেন, “আমি নমিনেশন পাই বা না পাই, সন্দ্বীপের উন্নয়ন ও নৌযাতায়াতে সবসময় পাশে থাকব।” তিনি আরও বলেন,
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমানের এই কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা, প্রশাসন ও অর্থনীতিকে সংস্কার করে জনগণের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এ দফাগুলো বাস্তবায়ন হলে দেশ সত্যিকারের জনগণের রাষ্ট্রে পরিণত হবে।”