নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহ আলম ফকিরের নেতৃত্বে মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে পৌর
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ফকির মার্কেটে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের ভাতিজা ও রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. তারেক, পিএম নজরুল ইসলাম প্রমুখ সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আরও বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে।