আমিনুল ইসলাম রিয়াদ,সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৪নং ওয়ার্ডের এতিমখানা তাজলীর গৌ ব্রিজ সংলগ্ন মতিউল্ল্যাহ মুন্সি সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার।

পরিদর্শনকালে তিনি রাস্তা সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এলাকাবাসীরা জানান, জনসাধারণের ভোগান্তি লাঘবে জামায়াত নেতা আলাউদ্দিন শিকদারের এই উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, সংস্কারকাজ সম্পন্ন হলে এলাকার জনগণের দৈনন্দিন যাতায়াতে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।