নাসির উদ্দিন সৈকত, বরিশাল প্রতিনিধি ঃ
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এর উদ্যোগে বরিশাল জোনে রাজনৈতিক কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন জোনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সদস্য সচিব, ইউনাইটেড পিপলস বাংলাদেশ। তিনি বলেন, দলকে জনভিত্তিক শক্তিতে পরিণত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি ইউনিটকে আরো সক্রিয় ও সংগঠিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা ছিলেন বুরহান উদ্দিন নোমান, শিক্ষা ও গবেষণা কমিটির প্রধান। তিনি সংগঠনের আদর্শ, রাজনৈতিক সচেতনতা, গবেষণাভিত্তিক কার্যক্রম এবং যুগোপযোগী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন—
আহছান উল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক
তৌসিফ মাহমুদ সোহান, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাহিদ হাসান তন্ময়, সভাপতি, বরিশাল মহানগর।
এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন—
শাহাদাত হোমাইন, যুগ্ম আহ্বায়ক ও ঝালকাঠি জেলা আহ্বায়ক
আহমাদুল্লাহ নবীন, যুগ্ম আহ্বায়ক, বরিশাল জেলা
বেলাল হোসেন, আহ্বায়ক, ব্রজমোহন কলেজ ইউনিট
শাহরিয়ার মোহাম্মদ মিরাজ, সদস্য, বরিশাল মহানগর
আল ইমরান, সদস্য সচিব, পটুয়াখালী এবং যুগ্ম সদস্য সচিব
বক্তারা বরিশাল অঞ্চলে সংগঠনের শক্তিশালী বিস্তার, তরুণ নেতৃত্ব তৈরির উদ্যোগ, সংগঠনভিত্তিক প্রশিক্ষণ বৃদ্ধি এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালা আরও উৎসাহব্যঞ্জক হয়ে ওঠে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, ঐক্য এবং সংগঠনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দৃঢ় প্রত্যয়।