তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষীপুর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দিয়ে অবৈধভাবে গঠিত কমিটি স্থগিতের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার মজিবর রহমান চলতি বছরের ১২ নভেম্বর এলাকায় যথাযথভাবে অবহিত না করে নিজের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সভাপতি, অভিভাবক সদস্য ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন ম্যানেজিং কমিটি গঠন করেন। অভিযোগকারীরা বলেন, এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের নীতিমালা লঙ্ঘিত হয়েছে।

অবৈধভাবে কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে অভিভাবক সদস্য মনিরুজ্জামান মনি নেতৃত্বে শতাধিক অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক বরাবর দাখিল করেন।
এ বিষয়ে সুপার মজিবর রহমান বলেন, “ম্যানেজিং কমিটি গঠনে আমরা সম্পূর্ণ নিয়মনীতি অনুসরণ করেছি। এখানে কোন ধরনের স্বজনপ্রীতি করা হয়নি।”
অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম জানান, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। কর্মস্থলে ফিরেই অভিযোগের বিষয়টি তদন্ত করে অসঙ্গতি পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।