
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর শাখার উদ্যোগে এক আনন্দঘন ও ঝাকঝমকপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে স্বরুপকাঠী ইউনিয়ন পরিষদের সামনে শোরুম ভবনে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন—বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে সুসংগঠিত রাখতে ঐক্য, শৃঙ্খলা ও মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার বিকল্প নেই। তিনি আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নেত্রীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রহিমা আক্তার হাসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি স্বরুপকাঠী পৌর বিএনপি ও সাবেক মেয়র; আলহাজ্ব কাজী কামাল হোসেন, সভাপতি স্বরুপকাঠী পৌর বিএনপি; এবং মোঃ মইনুল হাসান, সাধারণ সম্পাদক স্বরুপকাঠী পৌর বিএনপি।
সভার সঞ্চালনা করেন মোঃ হাফিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি।
কর্মী সভায় নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর মহিলা দলের নেত্রীবৃন্দসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সারা অনুষ্ঠান জুড়েই ছিল উৎসাহ, প্রাণচাঞ্চল্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপ্রচেষ্টা আরও জোরদার করার অঙ্গীকার।