আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে ডোর-টু-ডোর গণসংযোগ ও ধানের শীষের প্রচারণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা রফি উদ্দীন ফয়সালের নেতৃত্বে এ প্রচারণা পরিচালিত হয়।
গণসংযোগকালে রফি উদ্দীন ফয়সাল স্থানীয় মানুষদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লিফলেট তুলে দেন। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে।
স্থানীয়দের সাথে মতবিনিময়কালে রফি উদ্দীন ফয়সাল বলেন, “সন্দ্বীপের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য ধানের শীষই একমাত্র ভরসা। জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ দায়িত্ব পালন করবো।”
দিনব্যাপী গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-উত্তেজনা সৃষ্টি হয়েছে।