আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুন্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর খালপাড়ার ভিকুশার মাজার সংলগ্ন একটি বরজের ভেতর থেকে প্রায় ২০ ফিট দীর্ঘ বিশাল আকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার শহিদুল ইসলাম শহীদ–এর নির্দেশনায় এসআই নাহিদ ও জোড়াদহ ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে প্রথমে গাঁজা চাষী ওসমান ফকিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বরজের ভিতরে থাকা গাঁজা গাছটির অবস্থান দেখিয়ে দেন। পরে এসআই নাহিদ গাছটি সনাক্ত করে বিষয়টি ওসিকে নিশ্চিত করলে, ওসি শহিদুল ইসলাম শহীদ ঘটনাস্থলে ফোর্সসহ উপস্থিত হন।
পুলিশ জানায়, আসামিকে সঙ্গে নিয়ে শেকড়সহ বিশাল আকৃতির গাঁজা গাছটি মাটি থেকে উপড়ে জব্দ করা হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়দের সামনে গাছটি প্রদর্শন করা হয় এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে চাষী ওসমান ফকির (৬০) জানান, তিনি প্রায় তিন বছর ধরে গাছটি লালন-পালন করছেন। তিনি গাছটিকে “সিদ্ধি গাছ” বলে দাবি করেন এবং জানান তিনি নিয়মিত এটি সেবন করেন। তার দাবি, “আপনারাই একে গাঁজা বলছেন, আমি একে সিদ্ধি গাছ মনে করি।” তিনি আরও জানান, ফকির ধর্ম পালন করার অংশ হিসেবেই তিনি গাছটি নিজের বরজে চাষ করে আসছেন।
অভিযান শেষে ওসি হাওলাদার শহিদুল ইসলাম শহীদ আসামি ও জব্দ করা গাঁজা গাছ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।