
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে মোক্তার হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত শুক্রবার জকসিন বাজারের ভাই ভাই মার্কেটের সামনে স্থানীয় যুব সমাজ তাকে হাতেনাতে আটক করে।
খবর পেয়ে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানা। মোবাইল কোর্টে গাঁজা বিক্রয় ও সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মোক্তার হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়।
অভিযানে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।