
মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে স্থানীয় উদ্যোক্তা মোঃ মহী উস সগীরের চায়না–৩ জাতের লেবু বাগানে শত্রুতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাতের যে কোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রায় ১ একর আয়তনের বাগানের উত্তর-পূর্ব পাশের বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেয়।
হঠাৎ লাগা এই আগুনে বাগানের বেড়ার একটি বড় অংশ পুড়ে গেছে এবং বেশ কয়েকটি লেবু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো বড় ধরনের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাগান মালিক মোঃ মহী উস সগীর অভিযোগ করে বলেন,
“এটি সম্পূর্ণ শত্রুতামূলক ঘটনা। গ্রাম্য রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমাকে উদ্যোক্তা হিসেবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই বাগানে আগুন দেওয়া হয়েছে। এর সঙ্গে চুরি বা অন্য কোনো উদ্দেশ্য জড়িত নয়।”
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। এদিকে অগ্নিসংযোগের কারণ, সংশ্লিষ্টতা ও দায়ীদের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।