
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) মোঃ জুয়েল, সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম আইয়ুব আলী, বিশিষ্ট সমাজসেবক রফিকুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, উত্তর জেলা যুবদল নেতা নিজাম উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। তারা পরীক্ষার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. শোয়াইব জানান, এ বছর সন্দ্বীপ উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে—
১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৭৩ জন,
৫টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ৩৯ জন,
১টি জুনিয়র হাই স্কুলের ১১ জন,
৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৩৯৭ জন এবং
৯টি ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ও উচ্চশিক্ষায় আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।