মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার ইছামতি বিলে পাখি শিকারের সময় দুই যুবককে আটক করেছে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বশির উদ্দিনের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই যুবক হলেন—মাগুরা সদরের তাতীপাড়ার ছাব্বির হোসেন (১৯) এবং মোল্লাপাড়ার ফারুক আহমেদ মাহিম (২২)।
পরে শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চন্দন কুমার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।