তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (জিও-এনজিও) মধ্যে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কারিতাস রাজশাহী বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
পত্মীতলা এরিয়ার টিসিআরপি প্রকল্পের ফিল্ড এনিমেটর মি. সলোমন হাঁসদা সঞ্চালিত সভায় বক্তব্য দেন—
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,
মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,
তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ,
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর মিস লিনা বিশ্বাস,আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য,
জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. আগষ্টিন রাতিয়া নুনিয়া প্রমুখ।
সভায় কারিতাসের প্রতিনিধিরা এলাকা ভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম হাত-পা সংযোজন,ট্রাইসাইকেল ও শ্রবণযন্ত্র বিতরণ,স্বাস্থ্যসেবা প্রদান,পুষ্টিকর খাবার সহায়তা,নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ।
সভায় অংশগ্রহণকারীরা জিও-এনজিও সমন্বয়ের মাধ্যমে তাড়াশ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয়ে মতামত ব্যক্ত করেন।